বাংলা হান্ট ডেস্ক: আজ থেকে তাণ্ডব চালাবে ‘রেমাল’ (Remal)। শনিবার রাতেই বঙ্গোপসাগরের জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ধীরে ধীরে তা বাংলার দিকে ধেয়ে আসছে। রবিবার মধ্য রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করতে পারে রেমাল। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে শুরু করেছে। ভোর থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) সুন্দরবন, কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। বেলা বাড়তেই আমূল বদলে যাবে পরিস্থিতি (Weather Update)।
রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। রেমাল ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। ইতিমধ্যেই কলকাতা-সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ৫ ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল।
আবহাওয়া দপ্তর রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা। মহানগর-সহ এই ছ’জেলাতেই অতি ভারী বৃষ্টি হতে পারে। আপডেট অনুযায়ী, ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। বিকেল ৫টার পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দুই ২৪ পরগনায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কখনও কখনও সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩০ কিলোমিটার।
সাইক্লোনের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি। জারি রয়েছে হলুদ সতর্কতা। এরপর সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী (সাত থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ১০০টি হাইড্রোজেন বোমার মতো শক্তি! কিছুক্ষণ পর থেকেই দক্ষিণবঙ্গে তাণ্ডব দেখাবে রেমাল, আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিমপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলার জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা। ২-৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে আগামী ২-৩ দিনে।