বাংলা হান্ট ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর এবার সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। আজ সপ্তাহের প্রথম দিনে কোথায় কখন বৃষ্টি? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ভিজতে পারে। সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলা গুলিতে। আজ বৃষ্টি হবে কলকাতাতেও। বৃষ্টির পাশাপাশি কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আজ থেকেই উত্তাল থাকবে সমুদ্র। এর জেরে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভারতীয় মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই দুইয়ের মিলিত প্রভাবেই সপ্তাহভর ঝড়-বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ও হতে পারে। রবিবার থেকেই ঝোড়ো হাওয়া বইছে উত্তরের ওপরের দিকের জেলাগুলিতে।
আরও পড়ুন: মাধ্যমিকে কোন বিষয়ে কত থাকলে উচ্চমাধ্যমিকে মিলবে নতুন সাবজেক্ট? বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ
আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।