বাংলা হান্ট ডেস্ক: মাঘের শীতে কাবু রাজ্যের মানুষ। উত্তর থেকে দক্ষিণ বজায় রয়েছে শীতের আমেজ। এরই মাঝে তবে এবার ফের একবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আর এর জেরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া। চলবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানিয়েছে, ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে বড় সড় বৃবদল আসবে আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তোলপাড় চালাবে বৃষ্টি। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া। হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা।
কলকাতা (Kolkata) এবং সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টি। জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারীর শুরুতে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া , হুগলি , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর।
আরও পড়ুন: ‘রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে চোর চোর! এত বড় সাহস? ডাকাতের ডাকাত ওরা’, কাদের ওপর চটলেন মমতা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি।
আরও পড়ুন: ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক…’, সুপ্রিম কোর্টে ভিডিয়ো দেখাতে চাইলেন অভিষেক, কী ছিল তাতে?
আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়া উত্তরের বাদবাকি জেলাগুলি ঘন কুয়াশায় ঢাকা থাকবে।