প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? আবহাওয়া অফিস জানাল আগামীকালকের আবহাওয়ার চমকে দেওয়া পূর্বাভাস

Published on:

Published on:

Rain likely in coastal South Bengal weather 18july 2025

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সকাল থেকে বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতশুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পেয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে কয়েকটি জেলায়।

আজকের মতো হালকা বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও, কাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (IMD)। বিশেষত শনিবার দুপুরের পর থেকে বৃষ্টির দফা দফা দাপট বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। পাশাপাশি উত্তরের পার্বত্য জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।

গৌড়বঙ্গ জেলায় বৃষ্টি নেই, রোদের দাপটেই দিন কাটবে

মালদহ-সহ গৌড়বঙ্গ (Malda Weather) এখনও বৃষ্টির বাইরে। গত ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টির কোনও দেখা মেলেনি। আকাশ পরিষ্কার, তবে গরম কিছুটা বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি।

পাহাড়ে ঠান্ডা, জলপাইগুড়িতে আবার গরম

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে (Darjeeling Kalimpong Weather) আজ হালকা ঠান্ডা আবহাওয়া। দার্জিলিংয়ে পারদ ২২ ডিগ্রির আশেপাশে, আর রাতে নামবে ১৬ ডিগ্রি পর্যন্ত। কালিম্পংয়েও একইরকম ঠান্ডা থাকবে। তবে সমতল এলাকার জলপাইগুড়িতে গরম কিছুটা বেশি, সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে।

Rain likely in coastal South Bengal weather 18july 2025

আরও পড়ুনঃ বারবার মুখস্থ করেও কিছুতেই পড়া মনে থাকছে না? এই ৭ টি উপায় মেনে চললেই বাড়বে স্মৃতিশক্তি

সন্ধ্যার পর আরও বৃষ্টি? বেরোবার আগে খবর দেখে নিন

আবহাওয়া দফতর সতর্ক করেছে, আজ সন্ধ্যা ও রাতেও দক্ষিণবঙ্গের কিছু অংশে ফের এক দফা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। তাই যাঁরা রাতে কাজে বা সফরে বেরোচ্ছেন, তাঁরা একবার অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে নিন।