করোনা আতঙ্কের মধ্যেই বাংলায় হতে পারে বৃষ্টি, জেনেনিন কি জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ বিপরীত ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে রাজ্যের দক্ষিণাংশে এক-দুদিন জলীয় বাষ্প  ঢোকার সম্ভাবনা আছে।

আবহাওয়া (weather) সূত্রের খবর, দুদিন রাজ্যে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

বিপরীত ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে দু-এক দিনের মধ্যেই প্রচুর। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে।

Capture ol

দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার নাগাদ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী ৩ দিন দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তারপর সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

সম্পর্কিত খবর