লন্ডন থেকে ফিরেই কোয়ারেন্টাইনে সোনম, করলেন ভারত সরকারের প্রশংসা

বাংলাহান্ট ডেস্কঃ করোনায় (corona) জেরে গোটা বিশ্বে (world) ত্রাহি ত্রাহি রব। আর এই ভাইরাসের আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরোতে চাইছে না। আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সংক্রমণ রোখার অন্যতম কার্যকর উপায় ভিড়ের সংস্পর্শে না আসা এবং যতটা সম্ভব বাইরে না বেরিয়ে ব্যক্তিভাবে কোয়ারেন্টাইনে (quarantine) থাকা। সতর্কতা অবলম্বনের জন্য বিদেশফেরত যে কোনও ব্যক্তিকেই আপাতভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। লন্ডন (london) থেকে ফিরে সতর্কতা অবলম্বনে সেই পন্থাই নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)।

dt 200121 coronavirus 800x450

জানা গিয়েছে, করোনার জন্য বাড়িতেই নিজেদেরকে বাড়িতেই আটকে রেখেছেন সেলেবরা। এবার সেই তালিকায় নাম লেখালেন সোনম কাপুরও। স্বামীর আনন্দ আহুজার সঙ্গে তিনিও এবার ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। বুধবারই দেশে ফিরলেন সোনম এবং আনন্দ। সোনম জানান, বাড়ি ফেরার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। স্বামীর সঙ্গে ভারতে ফিরছেন। অন্য আরেকটি ভিডিওতে সোনম এবং আনন্দকে বিমানে বসে থাকতে দেখা গিয়েছে। এমন সাংঘাতিক সংকটে পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে লন্ডন থেকে ছুটে এসেছেন তিনি। উপরন্তু করোনার জেরে ব্রিটেনের পরিস্থিতিও ভাল নয় বর্তমানে। ব্যাপকহারে করোনা সংমক্রমণ বেড়েছে সেখানেও। তাই বোধ হয় আর ঝুঁকি নিতে চাননি। লন্ডন থেকে সোজা চলে এলেন দেশে।

5d57c2ab624b7

সোনম কিন্তু দেশে ফিরেই ভারত সরকারের ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, ব্রিটেনের তুলনায় করোনা নিয়ে ভারত অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে। পাশাপাশি তিনি আরও জানান, যে বিমানে কিংবা ভারতের মাটিতে পা রাখার পর যেরকম সাবধানতা অবলম্বন করতে তিনি দেখেছেন, সেরকমটা কিন্তু ব্রিটেনে দেখেননি।

এমনকী, ব্রিটেনে এহেন পরিস্থিতির পরও সেখানকার সরকারের সেরকম কোনও হেলদোল না দেখেও যে তাঁরা বেশ অবাকই হয়েছেন সেকথাও জানিয়েছেন। প্রসঙ্গত, মিমিও বুধবার ‘বাজি’র শুটিং বাতিল করে দেশে ফিরে আসার পরই কলকাতা বিমানবন্দরে নেমে জানিয়েছেন, ব্রিটেনে এখনও কেউ সেভাবে মাস্ক পরছেন না! কিন্তু লন্ডন হোক কিংবা দুবাই, ফাঁকা এত কোনও দিন দেখেননি।

 

সম্পর্কিত খবর