ধেয়ে আসছে ঝড়! একটু পরই বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আজ খুশির ইদ (Eid)। সকাল থেকেই উৎসবের মেজাজে মেতে উঠেছে সকলে। তবে এরই মাঝে খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বাংলার ১২টি জেলায় বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা। কয়েকটি জেলায় উঠবে ঝড়ও (Rain Storm)। গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার। পাশাপাশি শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনা রয়েছে কয়েক জেলায়।

ইদের দিনে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কোথায় কোথায়? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)? হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায়।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মূলত পশ্চিমের জেলা গুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

weather i

আরও পড়ুন: অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তোলপাড় রাজ্য রাজনীতি! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এর জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X