মুম্বাই ম্যানেজমেন্টের উপর রেগে বোম হিটম্যান, বদলাচ্ছেন জার্সি? বড় ইঙ্গিত দিল লখনউ কোচ

বাংলা হান্ট ডেস্ক : IPL-র শুরুর থেকেই বিতর্কের মধ্যমণি মুম্বাই ইন্ডিয়ানস (Mumbai Indians)। পাঁচ বারের বিজেতা এই দলকে নিয়ে চর্চার শেষ নেই। যার সূচনা হয়েছিল, রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘটনাকে কেন্দ্র করে। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা। মেনে নিতে পারেনি রোহিত ভক্তরাও। গুজব তো এটাও যে, পরের মরশুমেই দল ছাড়বেন হিটম্যান! যাবেন কোন দলে?

১৫ ডিসেম্বর, সাল ২০২৩।‌ মুম্বাই ইন্ডিয়ানসের জন্য সবচেয়ে বিতর্কিত দিন বললেও অত্যুক্তি হয়না। যার জেরে আজও বিতর্ক পোহাতে হচ্ছে দলকে। শোনা যাচ্ছে ৩৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার নিজেও বেজায় চটেছেন ম্যানেজমেন্টের উপর। এহেন পরিস্থিতিতে যদি তিনি দল ছাড়েন এবং ২০২৫ মেগা নিলাম অনুষ্ঠানে নাম লেখান তাহলে তাকে দলে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে প্রত্যেকটি দলই।

আইপিএলের ইতিহাসে গত ১১ বছরে যথেষ্ট সফলতা অর্জন করেছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবেও যথেষ্ট সফল তিনি। আর সেই কথা মাথায় রেখেই সব দলেরই নজর থাকবে রোহিতকে টিমে আনা। দামের বহরও উঠবে ভালোই। তবে প্রশ্ন হল, তিনি কোন দলে যেতে চাইবেন? সম্প্রতি এই প্রসঙ্গেই লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার বড়সড় মন্তব্য করে বসেছেন।

আরও পড়ুন : CSK-র সাথে হারের পরই শক্তি বাড়ল নাইটের, গম্ভীর ব্রিগেডে এল তারকা স্পিনার

এইদিন দলের মিডিয়া টিমের একজন কোচের কাছে প্রশ্ন রাখেন, যদি রোহিত শর্মা নিলামে আসেন তাহলে কি লখনউ তাকে দলে টানার জন্য দর হাঁকাবে? জবাবে কোচ ল্যাঙ্গার বলেন, ‘যদি আমার ইচ্ছেমতো একজন ক্রিকেটারকে দলে নিতে পারি… তাহলে আপনাদের কী মনে হয়, আমি কাকে নেব’? ঐ মিডিয়া পারসন তখন রোহিত শর্মার নাম নেন। জবাবে ল্যাঙ্গার জা বলেন তা সত্যিই চমকে দেওয়ার মত।

আরও পড়ুন : T20 বিশ্বকাপে খেলবেন বিরাট? রাখঢাক না রেখে জানিয়েই দিলেন BCCI নির্বাচক

rohit sharma ipl

বিস্মিত স্বরে তিনি বলেন, ‘রোহিত শর্মা? আমরা কি ওকে নিতে পারি? আপনি তো ভালো গল্পের লেখক হতে পারেন। কারণ এটা কখনও সম্ভব হবে বলে আমার অন্তত মনে হয় না’‌‌। সেই সাথে রসিকতা করে তিনি বলেন, ‘রোহিত শর্মা? মুম্বই থেকে আমরা রোহিত শর্মাকে পাব…তাহলে তুমিই আলাপ আলোচনা শুরু কর।’ উল্লেখ্য যে, গত ২০১১ সাল থেকেই মুম্বাইয়ের জার্সি গায়ে দিচ্ছেন রোহিত। মোট ২০২টি ম্যাচে তার সংগ্রহ ৫১৫৯ রান। ২০১৩ সালে অধিনায়কত্ব গ্রহণের পর থেকে মোট ৫ বার জয়ের খেতাব এনে দিয়েছেন মুম্বাইয়ের ঘরে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর