বাংলা হান্ট ডেস্ক: রোজই আবহাওয়ার মুড বদল। এই রোদ, এই বৃষ্টি তো কখনও আবার শীতের আমেজ। গতকাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভিজেছে। আজ ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? ফের হবে বৃষ্টি? রইল সমস্ত আপডেট।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘে ঢাকা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে আবার আবহাওয়ার বদল হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের (South Bengal) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কাল ঝেঁপে বৃষ্টি হয়েছে মহানগরীতে। আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। কালীপুজোর আগেই চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত তাপমাত্রারও খুব একটা পরিবর্তন না হলেও ৩-৪ দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস।
শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ছুটির দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ২ লক্ষ মানুষকে ৫ লাখ টাকা দেবে মমতা সরকার! ১৮ বছর হলেই এই ভাবে ঝটপট করুন আবেদন
একবার বৃষ্টির রেশ কেটে গেলেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যে। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে রাজ্যে তাপমাত্রা পড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আজও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের (North Bengal) বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।