জন্মদিনে প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে কোহলিকে বিরাট উপহার রোনাল্ডোর! কি রেকর্ড গড়লেন CR7?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত এই ম্যাচে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজের ৩৫ তম জন্মদিনে সম্ভবত চলতে বিশ্বকাপের (2023 ODI World Cup) সবচেয়ে কঠিন ম্যাচে খেলতে নাম তিনি। তার আগে তাকে একটি বিশেষ উপহার দিলেন তার প্রিয় ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

বিরাট কোহলি অতীতে একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তার প্রিয় ক্রীড়াবিদ হচ্ছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো। অনেকে মনে করেন মাঠের মধ্যে রোনাল্ডোর আগ্রাসনকেই কিছুটা অনুসরণ করেন বিরাট। খেলার মাঠে রোনাল্ডোর হার না মানা মনোভাব বিরাট কেউ একজন কঠিন হৃদয় ক্রীড়াবিদ হয়ে উঠতে সাহায্য করেছে। আর বিরাট কোহলির জন্মদিনের ঠিক আগে বিরাট রেকর্ড করেছেন রোনাল্ডো নিজে।

৩৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই মুহূর্তে খেলেন সৌদি প্রো লিগে। চলতি বছরের জানুয়ারি মাসে রোনাল্ডো এই লিগে যোগদানের পর ইউরোপিয়ান ফুটবলের একাধিক তারকা ফুটবলার সৌদি আরবের এই লিগে এসে যোগদান করেছেন। ফলে এই ফুটবল হয়ে উঠেছে আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু একাধিক মহাতারকা এই লিগে উপস্থিত হলেও ৩৮ বছর বয়সী রোনাল্ডোই এখনো সবচেয়ে উজ্জ্বল।

আরও পড়ুন: জানতাম বৃষ্টি জেতাবে! ৪০১ রান বিলিয়েও ফখরের ব্যাটের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে মন্তব্য বাবরের

গতকাল নিজের দল আল নাসেরের হয়ে প্রতিপক্ষ আল খালিজের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। ওই ম্যাচের ২৬ মিনিটে প্রথমে এন ডিফেন্ডারদের নাচিয়ে নাস্তানাবুদ করে ২২ গজ দূর থেকে দূরপাল্লার দুরন্ত শটে কামানের গোলার মতন গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে তার ঠিকানা লেখা পাস থেকে গোল করেন বর্তমানে তার দলের এবং গত মরশুমে ম্যানচেস্টার সিটি হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা ডিফেন্ডার লাপোর্ট। রোনাল্ডোর অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স ব্যবহার করে ২-০ ফলে ম্যাচ জিতে নেয় আল নাসের।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার জন্য মরণ ফাঁদ প্রস্তুত করছেন রোহিত! এই একটি চালেই কাত হবে প্রোটিয়ারা

২০২২ সালটা রোনাল্ডোর কেটেছিল দুঃস্বপ্নের মত। সদ্যোজাত পুত্র সন্তানকে হারানোর পাশাপাশি বিশ্বকাপে তার শোচনীয় পারফরম‍্যান্স এবং ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়া এবং ইউরোপিয়ান ফুটবল ছাড়ার মতো ঘটনা তাকে গভীরভাবে আঘাত করেছিল। কিন্তু চলতি ক্যালেন্ডার বর্ষে ৪৪ গোল করে রোনাল্ডো এখন ২০২৩ সালের টপ স্কোরার। চলতি সৌদি লিগে তার ১২ টি গোল এবং ৭ টি অ্যাসিস্ট করা হয়ে গেল ১১ ম্যাচ খেলে। কালকের দুরন্ত গোলটি ছিল রোনাল্ডোর কেরিয়ারের ৮৬৩ তম গোল। ৩০ বছর বয়সের পা রাখার পর থেকে মোট ৪০০ টি গোল করে ফেললেন পর্তুগিজ মহাতারকা, যা কোনও কোনও তারকা স্ট্রাইকার নিজেদের গোটা কেরিয়ারে করে উঠতে পারেন না। রোনাল্ডোর এই বিরাট রেকর্ড ভক্ত কোহলিকে জন্মদিনের দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তার সেরাটা দিতে উদ্বুদ্ধ করবে বলে ধারণা অনেকের।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর