বছরের শুরুতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়

বাংলাহান্ট ডেস্কঃ  বছর শেষের আনন্দ জমিয়ে দিয়েছিল শীত। তাপমাত্রা খানিকটা বাড়লেও ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুদিনই আবহাওয়া ছিল বেশ মনোরম। বর্ষবরনের উপভোগ করতে কলকাতা মানুষ পাড়ি জমিয়েছিল ইকো পার্ক, ভিক্টোরিয়ার মত এলাকা গুলিতে। দক্ষিনেশ্বর , বেলুড়, কাশীপুর উদ্যান বাটী সহ যে সব স্থানে ১ জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় সেখানেও নেমেছিল পুন্যার্থীদের ঢল। সব মিলিয়ে একটা জমজমাট শুরু ২০২০ এর। কিন্তু বছরের দ্বিতীয় দিনেই আলিপুর জানাল পূর্বাভাস মতই আজই হতে পারে বৃষ্টি। জারি হয়েছে অ্যালার্টও।

হাওয়া অফিস সূত্রে খবর, তিনটি ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। বৃষ্টি হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলেও। যার কারনে তাপমাত্রা বেড়ে যাবে ২-৩ ডিগ্রি। বৃষ্টি হলে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, নববর্ষের দিন বুধবার ১২ ডিগ্রি ছুয়েছিল কলকাতার তাপমাত্রা।

a3c07676f3ffed71bc651c6c0765bb92

বৃষ্টির অ্যালার্ট জারি রয়েছে ওডিশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-এর মত রাজ্যগুলিতেও। রাজধানী দিল্লিতে গতকাল রোদ উঠলেও আকাশে ছিল মেঘ। আজ সেখানেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। বছরের প্রথম দিনই রাজধানী দিল্লি সহ এনসিআরে রোদ-ঝলমলে আবহাওয়া দেখা গেল। যদিও সকালের দিকে আকাশে খানিকটা মেঘও দেখা গিয়েছিল। কিন্তু বৃষ্টি হয়নি বুধবার। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন , তিনটি ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। ইতিমধ্যে বৃষ্টি নিয়ে আইএমডি-এর তরফে উত্তর ভারতে অ্যালার্ট জারি হয়েছে।

বুধবারের পর বৃহস্পতিবার কলকাতায় যেমন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে। একইসাথে,  পূর্ব সিকিম সহ সিকিমের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। রয়েছে এলাকায় তুষারপাতের সম্ভাবনাও।  জানুয়ারির প্রথম সপ্তাহে দার্জিলিঙ, কালিম্পং, গ্যাংটক-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।  হিমাচলেও তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছে পৌঁছেছে।

 

সম্পর্কিত খবর