কিছুক্ষণেই বদলে যাবে আবহাওয়া! ৬ অগাস্ট পর্যন্ত টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(33)

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের দুয়ারে বর্ষা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চলেছে টানা গত কয়েক দিন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে রাজ্যে। আজ শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গে দুর্যোগ কতদিন? South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে অধিক বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া সহ প্রায় জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় মূলত উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন টানা বৃষ্টি চলেছে কলকাতাতেও। এদিনও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, ৬ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না চলতি সপ্তাহে।

south bengal weather(31)

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগেই আসরে অভিষেক! SIR শুরু হলে কি করতে হবে? দলকে স্পষ্ট বার্তা দিতে বৈঠক ৮-এ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আজ থেকেই। একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।