বাংলা হান্ট ডেস্ক: একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বাংলায়। রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় সতর্কতা? আবহাওয়ার আগাম পূর্বাভাস জানুন।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৭ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এর মধ্যে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টি সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। কমলা সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: “লক্ষ লক্ষ কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা”, দল ছাড়লেন বিজেপির “বিতর্কিত” নেতা, নেটমাধ্যমে জানালেন…..
শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে সতর্কতা জারি হয়েছে। সাগরে থাকা নিম্নচাপ, ঘূর্ণাবর্ত। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত জোড়া অক্ষরেখা। এই সবের মিলিত প্রভাবে ঝড় বৃষ্টির ডবল ডোজ চলবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: মেলেনি বকেয়া DA, আর অপেক্ষা না করে এ বার বড় পদক্ষেপ সরকারি কর্মীদের, সমস্যায় রাজ্য!
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) তাপমাত্রা বাড়ছে। তবে ৭ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সেভাবে সতর্কতা নেই। তাই গরমের দাপট অব্যাহত থাকবে। আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।