বাংলা হান্ট ডেস্ক: এ বছর ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে বর্ষা। বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই রেহাই নেই বর্ষা থেকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭ অগস্ট পর্যন্ত। তার আগে শনিতে কী ফের শনির দশা? বাড়বে দুর্যোগ? আবহাওয়ার আগাম খবর জানুন। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ৭ অগস্ট পর্যন্ত | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, ৭ অগাস্ট পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে আপাতত আর ভারী বৃষ্টির সতর্কতা নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামীকাল শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া সহ প্রায় জেলাতেই। অর্থাৎ বাইরে বেরোনোর আগে আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা।
আপাতত টানা বৃষ্টি চলেও আগামী ৭ অগস্ট ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ তারিখ উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা সেভাবে বাড়েনি গত কিছু দিনে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না চলতি সপ্তাহে।
আরও পড়ুন: আসছে রাখি উৎসব, কী উপহার দিয়ে ভাই-বোনকে চমকে দেবেন? রইল দারুণ ৪ আইডিয়া
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে ৭ অগস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙের আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বর্ষণ, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। রেহাই পাবে না দুই দিনাজপুরও। আগামীকাল ও রবিবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।