বাংলা হান্ট ডেস্ক: গত বছর বৃষ্টির আশায় চাতকের দশা ছিল দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather)। এদিকে এবছর যেন বুমেরাং। সকলেরই প্রশ্ন কবে কমবে ভারী বৃষ্টি? খানিক স্বস্তি মিলবে কবে? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে আপাতত বৃষ্টির সিলসিলা জারি থাকবে।
দক্ষিণবঙ্গে দুয়ারে দুর্যোগ | South Bengal Weather
বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। বৃষ্টির দোসর হবে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। যার কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। বিকেলের দিকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস।
এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ফের বাড়ার সম্ভাবনা।
আগামী ২৪ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবারের আগে বৃষ্টি সেভাবে কমার পূর্বাভাস নেই। ১৪ জুলাইয়ের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সেই সময় বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: হাইকোর্টে মুখবন্ধ খামে জমা পড়ল তদন্ত রিপোর্ট, ‘ফাঁস’ হবে গোপন তথ্য? কসবাকাণ্ডে বড় মোড়
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সপ্তাহভর বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।