আজ দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়-বৃষ্টি! কোন জেলায় কখন দুর্যোগ? আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে যেমন সমুদ্র উত্তাল থাকবে তেমনই বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) বলতে গেলে গোটা রাজ্য জুড়েই। আজ বৃহস্পতিতে কী আরও বাড়বে বর্ষণ? কতদিন চলবে দুর্যোগ? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।

শনিবার থেকে আরও বাড়বে ঝড়-বৃষ্টির দাপট | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, চলতি সপ্তাহেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে। আজ বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে।

এদিন বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে, মূলত উপকূলের জেলাগুলিতে। এরপর শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ফের বাড়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। সোমবারও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর পরিস্থিতি বদলাতে পারে। তবে মঙ্গলবারের আগে বৃষ্টি সেভাবে কমার পূর্বাভাস নেই বললেই চলে।

আরও পড়ুন: টেবিলে ছাত্রীকে বসিয়ে কী করছেন TMCP নেতা? এবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভিডিও ভাইরাল

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। বৃহস্পতিবার থেকে ১০ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্র ও শনিবারও একইরকম থাকবে পরিস্থিতি। এরপর রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায়।