দু-তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, ফের দুর্যোগ? জারি হল সতর্কতা

Published on:

Published on:

south bengal weather

বাংলা হান্ট ডেস্ক: এই গরম তো এই বৃষ্টি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝড়-বৃষ্টির লুকোচুরি চলছে গত দু’দিন। আবহাওয়া দপ্তর বলছে সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে তার আগে আজ রবিবার ছুটির দিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি হল। কোন কোন জেলায় দুর্যোগ? জেনে নিন।

কয়েক ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather

আগামী দু-তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। ইতিমধ্যেই বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কয়েক ঘণ্টায় হাওড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।

সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা সপ্তাহ জুড়ে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

South Bengal weather update

আরও পড়ুন: দুর্ঘটনার পর থেকেই বন্ধ কথা, ১ মাস পর কেমন আছেন ‘অভিশপ্ত’ বিমানের একমাত্র জীবিত যাত্রী? জানলে কষ্ট হবে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

এদিকে পূর্বাভাস থাকলেও তা সেভাবে চোখে দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলায় সতর্কতা জারি রয়েছে।