নিম্নচাপ সরতেই হাজির নয়া ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে ফের দাপট দেখাবে ঝড়-বৃষ্টি, কবে থেকে?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপ সরেছে ঠিকই, কিন্তু বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে আবারও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে ফের একবার ঝড়-জলের সম্ভাবনা দেখা দিয়েছে।

কবে দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি? | South Bengal Weather

আজ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গী হতে পারে দমকা হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। এরপর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গই ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হলে সপ্তাহের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিr পরিমাণ বাড়তে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলোতে। বাকি জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে।

টানা বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা না বাড়লেও বা আপাতত তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও ভোগাচ্ছে আদ্রতাজনিত অস্বস্তি। ভ্যাপসা গরম ক্রমেই বাড়ছে। এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার থেকে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে নতুন “নাটক” পাকিস্তানের, ভারতে টিম পাঠানোর প্রসঙ্গে কী পরিকল্পনা পড়শি দেশের?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবি, সোম, মঙ্গল, বুধ এই চারদিন উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি রয়েছে। এছাড়াও বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।