বাংলা হান্ট ডেস্ক: ফাঁড়া কাটেনি। নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) সহ গোটা রাজ্যেই। আজ মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সবমিলিয়ে মঙ্গলে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দেখুন পূর্বাভাস।
সপ্তাহভর দক্ষিণের কোথায় কোথায় বর্ষণ? South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর বুধবার বৃষ্টির সিলসিলা জারি থাকলেও দাপট কিছুটা কমবে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি নেই। তবে বৃষ্টি থেকেও রেহাই নেই আপাতত। আবহাওয়া দপ্তর বলছে, গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কম বেশি বৃষ্টি চলবে। ফলত বাইরে বেরোলে দুর্ভোগ থাকছেই।
এদিকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস। ঝড়-জলের জেরে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না চলতি সপ্তাহে। তবে বাতাসে জলীয়বাষ্পর পরিমাণ বেশি থাকায় দোসর হবে আদ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি না হলে দিনের বেলায় ভ্যাপসা গরম থাকবে।
আরও পড়ুন: “অপারেশন সিঁদুর” থিমেই আপত্তি? ফের “টার্গেট” সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো! নোটিস পেতে পারেন সজল ঘোষ
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
এদিকে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সতর্কতা জারি রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও উত্তর দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও উইকেন্ডে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।\