২১ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, বুধে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির যেন বিরাম নেই, চলছে তো চলছেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপের জেরে ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। কোথাও ভারী কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। সবমিলিয়ে টানা ঝড়-জলে জেরবার সাধারণ মানুষ। সকলেরই একটাই প্রশ্ন, আবহাওয়ার উন্নতি কবে?

টানা বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গে | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি নেই।

আবহাওয়া দপ্তর বলছে, মোটের উপর গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কম বেশি বৃষ্টি চলবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও জলীয়বাষ্পর পরিমাণ বেশি থাকায় দোসর হবে আদ্রতাজনিত অস্বস্তি। ব দিনের বেলায় ভ্যাপসা গরম দোসর হবে।

south bengal weather(13)

আরও পড়ুন: ১ দশক পেরিয়ে গেলেও পুলিশ পায়নি তথ্য প্রমাণ! কড়েয়ায় গণধর্ষণকাণ্ডে বেকসুর খালাস ৩ অভিযুক্ত

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। হাওয়া অফিস জানিয়েছে, উইকেন্ডে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।