ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে! তাপমাত্রা নামবে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

Rainfall alert Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update 29th June

বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে গত কয়েকদিনে পাল্লা দিয়ে বেড়েছে ভ্যাপসা গরমও। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি হবে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। সবমিলিয়ে আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? South Bengal Weather

শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝড়। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এরপর রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর বলছে, ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে ফের।

সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা নেই আপাতত। বড় ধরনের কোনও সতর্কতা নেই। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফে এই কদিনের জন্য।

south bengal weather(13)

আরও পড়ুন: দুর্ঘটনায় হারিয়েছেন হাত-পা! ৩ আঙুলে লিখে প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে বাজিমাত করে IAS হলেন সুরজ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আজ শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু অংশেও। হলুদ সতর্কতা জারি রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।