বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের প্রভাবে রাজ্যে যে বৃষ্টি চলছে আপাতত তার সিলসিলা জারি থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, টানা ৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বুধে কেমন থাকবে পরিস্থিতি? আবহাওয়ার আগাম পূর্বাভাস জেনে নিন।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে গোটা সপ্তাহ | South Bengal Weather
আবহাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও। এদিন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির পাশাপাশি বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকবে আবহাওয়া।
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে না উইকেন্ডে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার সেরম হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না চলতি সপ্তাহে।
আরও পড়ুন: SSC কাণ্ডে ১২% সুদ সহ বেতন ফেরানোর মামলা সুপ্রিম কোর্টে! রাজ্য সরকারকে ৪ সপ্তাহের সময় দিল আদালত
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
৪ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। শনিবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে।