বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গের দুয়ারে দুর্যোগ। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে টানা বৃষ্টি চলছে বেশ কিছু দিন ধরে। যার জেরে জলমগ্ন একাধিক এলাকা। বেহাল দশা রাস্তা-ঘাটের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। বৃহস্পতিবারও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার আগাম আপডেট জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই সব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া এই সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবারও বৃষ্টি হবে। তবে শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে অধিকাংশ জায়গার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা ৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর তরফে।
আরও পড়ুন: ‘এখানে যাঁরা চেয়ারে বসে আছেন, তাঁদের তো কোনও কাজ নেই তাই না?’, রেগে আগুন হাইকোর্টের বিচারপতি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। ৪ অগস্ট পর্যন্ত বৃষ্টি হবে উত্তরেও। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।