৪ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে! বুধে কোন কোন জেলা ভিজবে? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Tomorrow update

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে বর্ষামঙ্গল। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ঝড়-ভারী বৃষ্টির ডবল ডোজ চলছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে বিক্ষিপ্তভাবে। আপাতত টানা ৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির পাশাপাশি বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু কিছু অংশেও।

আগামী সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। একইরকম থাকতে পারে পরিস্থিতি। এরপর শুক্রবার, ১ অগষ্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে ৩১ জুলাই পর্যন্ত হওয়া বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: যাঁর প্রথপ্রদর্শনে হয়েছিল চ্যাম্পিয়ন, তাঁকেই দেওয়া হল বাদ! ২০২৬-এর IPL-এর আগে বড় সিদ্ধান্ত নিল KKR

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায়। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায়। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৪ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।