ছাতা নিয়ে রেডি থাকুন! কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: গত বছরের অভাব এবারে পূরণ। টানা বৃষ্টি চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে নাম ডোবাচ্ছে উত্তরবঙ্গ। এবারে বৃষ্টির ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। তারপরও বৃষ্টি চলবে। তবে দাপট খানিকটা কমতে পারে। আজ বিকেলের পর বাড়তে পারে বর্ষণ।

বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে | South Bengal Weather

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা। প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। রবিবার পর্যন্ত টানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিকেলের পর। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ অন্য জেলাতে। বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: চলবে সংস্কার, শুক্র থেকে রবি রাত পর্যন্ত বন্ধ সোদপুর ফ্লাইওভারে, যানজট এড়াতে জেনে রাখুন বিকল্প রাস্তা

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে। সতর্কতা জারি রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

আরও পড়ুন: চিকিৎসক থেকে ‘প্রাক্তন চিকিৎসক’! রাজ্য কাউন্সিলের সিদ্ধান্তের পরই বড় পদক্ষেপ নিলেন শান্তনু

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। রবিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা।