বাংলা হান্ট ডেস্ক: দুয়ারে বর্ষা। টানা বৃষ্টি চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রবিবারও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী, আবার কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। এই পরিস্থিতি বদলাবে কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।
এই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়াও দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
ছুটির দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। মহানগরীতেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে। বৃষ্টি কমলে তাপমাত্রাও কমার সম্ভাবনা।
আরও পড়ুন: চোখ-মুখ রক্তাক্ত, কাঁধে পেরেক গাঁথা মুগুর, গালওয়ান সংঘাত এবার বড়পর্দায় আনছেন সলমন!
এদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) রবিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে।