বাংলা হান্ট ডেস্ক: রেইন অ্যালার্ট! জানুয়ারির শীতে একদিকে কাঁপছে সকলে। উত্তর থেকে দক্ষিণ ভরপুর শীতের আমেজ। তবে এই শীত আর বেশি দিন স্থায়ী হওয়ার নয়। শীতের আমেজ ভন্ডুল করতে হাজির বৃষ্টি আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরেই বদলে যাবে আবহাওয়া।
আজ মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সকাল থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে, ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে ফের ভিজতে চলেছে রাজ্য।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকেও অধিক বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার। আকাশ মেঘলাই থাকবে। কলকাতা (Kolkata) এবং সংলগ্ন এলাকায় হবে বৃষ্টি।
কোথায় কোথায় বর্ষণ? দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া , হুগলি , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর বুধে বাড়বে দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা।
ওদিকে কমবে শীতের আমেজ, তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ায় ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এইসবের মিলিত প্রভাবে চলবে বৃষ্টি।
আরও পড়ুন: আজকের রাশিফল ৩০ জানুয়ারি, পারিবারিক জীবন সুখের হবে এই তিন রাশির
উত্তরেও হবে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।