বাংলা হান্ট ডেস্ক: আজ ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই। উপূল অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে৷ এদিকে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। সকালের দিকে বসন্তের সকালে হালকা শিরশিরানি আর বেলা বাড়তেই সব উধাও। যদিও আজ দুই বঙ্গেই আবহাওয়ার খুব একটা মেজাজ গরম ছিল না। তবে সন্ধ্যের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) লেটেস্ট আপডেট অনুযায়ী, একটু পরই দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ আগামী সপ্তাহেও দক্ষিণের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, পশ্চিম মেদিনীপুরে অধিক বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
মঙ্গলবার হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি বৃষ্টিতে ভিজবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ এর জেরেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা ও ওড়িশায়।
আরও পড়ুন: সবকিছুর মূলে জ্যোতিপ্ৰিয়! এবার শাহজাহান, বাবু মাস্টারদের নিয়ে দলেরই আদি নেতাদের নিশানায় বালু
পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতের জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বজ্র -বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। রাতের দিকে হঠাৎ বৃষ্টি নামতে পারে।