নিম্নচাপ ও ঘূর্নাবর্তের ডবল ডোজ! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তুলকালাম, সতর্কতা জারি

   

বাংলা হান্ট ডেস্ক: ফের হবে তোলপাড়! বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্নাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে সোমবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা। গত দুদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কিছুটা বিশ্রাম নিয়ে ফের শুরু হচ্ছে দাপট।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিশ্বকর্মা পুজোর দিন ও আগামীকাল গণেশ চতুর্থীতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত। ওদিকে হাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখাও গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে গোটা একটা সপ্তাহ জুড়ে বৃষ্টি চলতে পারে।

আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। আজ থেকে শনিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: দিল্লি পাড়ি অভিষেকের! যাওয়ার আগেই ফাটালেন বোমা, জোটসঙ্গী CPIM-কে নিয়ে ‘বিরাট’ মন্তব্য

শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেও। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমেও।

এখন টানা কিছুদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ গণেশ চতুর্থীর দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

weather

আরও পড়ুন: ‘কান্নাকাটি করার অনেক সময় পাবেন’, হঠাৎ কেন এমন বললেন মোদী?

তবে বুধে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির না সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর