বাংলা হান্ট ডেস্ক: একের পর এক নিম্নচাপের জেরে ভিজছে রাজ্য। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবারও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিও হবে।
দক্ষিণবঙ্গে শীত পড়তে ঢের দেরি | South Bengal Weather
রবিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দু’এক জায়গায়। উপকূলের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা। এরপর আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মোটের উপর পরিষ্কার আকাশ থাকবে। হাওয়া অফিস বলছে, বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাস্পর পরিমাণ বেশি থাকার কারণে গুমোট ভাব থাকবে।
এদিকে নভেম্বর শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও শীতের দেখা নেই। বৃষ্টির জেরে সামান্য তাপমাত্রা এদিক-ওদিক হলেও ভ্যাপসা গরম থাকছে দিনের বেলায়। আবহাওয়া দপ্তর বলছে, নভেম্বরের শুরুতেও দক্ষিণবঙ্গে শীতের সেভাবে কোনও আভাস নেই। ভালোভাবে শীতের অনুভূতি পেতে পেতে ডিসেম্বর হয়ে যাবে।
এদিকে শনিবার ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবারও এক দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে মোটের উপর শুকনোই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: ‘তৃণমূল বিরোধী সব শক্তিকে এক জায়গায় আসা দরকার’, বিধানসভা ভোটের আগে নয়া জল্পনা উস্কে দিলেন সুকান্ত
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলেছে অধিকাংশ জেলায়। রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সাথে ৩০–৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।













