বাংলা হান্ট ডেস্ক: শীতের আমেজ বাড়ছে রাজ্যজুড়ে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে তাপমাত্রা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও কিছুটা পারদ পতন হবে আগামী কয়েকদিনে। বাড়বে কুয়াশার দাপটও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রাজ্য জুড়ে উত্তুরে হাওয়া দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। আপাতত শহর কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭-১৮ থেকে ২৮-২৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। উল্লেখ্য, গত এক সপ্তাহে প্রায় ৬ ডিগ্রি মতো নেমেছে দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বীরভূম, বাঁকুড়ার তাপমাত্রা। আগামী দু-দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমের সব জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
শীত কামড় বসাতে শুরু করলেও কলকাতায় এখনও পাকাপাকি শীত আসেনি। টানা কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকলে সরকারিভাবে শীত এসেছে বলা যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। মেঘলা আকাশ থাকলেও সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় খুব একটা তারতম্য হবে না।

আরও পড়ুন: তিন বছর পর অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্তি পার্থর, কখন ছাড়া পাচ্ছেন?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। পার্বত্য এলাকায় কুয়াশার দাপট বেশী। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার প্রভাব দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না উত্তরে।












