আগামী সাতদিন নয়া ‘গেম’ খেলবে শীত! দক্ষিণবঙ্গে আর কতটা নামবে তাপমাত্রা, আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Update 2025
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বেড়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাতদিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নীচে থাকবে। খুব জোর সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

শীতের আমেজ বাড়ছে রাজ্যে। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে জাঁকিয়ে বসছে রাজ্যে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১১–১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কোথাও কোথাও ১০ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

আপাতত স্বাভাবিকের নিচে থাকবে রাত ও দিনের তাপমাত্রা। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে এবারও স্বাভাবিক থাকবে শীত। পূর্বে লা নিনার প্রভাবের কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে তা হবে না। লা নিনার প্রভাবে যে পরিমাণ ঠান্ডার পূর্বাভাস ছিল তা এখন আর নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যাবে। পরে পরিষ্কার হবে আকাশ। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। এদিকে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।

একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে জম্মু কাশ্মীর এলাকায় সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে আসবে দু’দিন পর। ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে। যদিও ঘূর্ণাবর্তের প্রভাব এ রাজ্যে কতটা, তা আপাতত স্পষ্ট নয়।

south bengal weather(151)

আরও পড়ুন: বিচারপতি সিনহার নির্দেশেই হল কাজ! SSC মামলায় গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ কমিশনের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন ৪–৬ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের জেলাগুলিতে ১৩–১৫ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিন্ম তাপমাত্রা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এ ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।