বাংলা হান্ট ডেস্ক: শীতের ভরপুর আমেজ রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গের জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতেও নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) ঠান্ডা বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সাতদিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহান্তে কিছুটা কমলেও মোটের উপর একই রকম থাকবে তাপমাত্রা। বৃষ্টি কী হবে? কী বলছে হাওয়া অফিস?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নীচে থাকবে চলতি সপ্তাহে। খুব জোর সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে কিছু কিছু জেলায়। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
উপকূল সংলগ্ন এলাকাগুলিতে সকালের দিকে শিশির ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সহ জেলাতেই হালকা কুয়াশা থাকবে। যদিও ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।
আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। জম্মু কাশ্মীর এলাকায় সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে আসবে দু’দিন পর। ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে। যদিও ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কী না সেই বিষয়ে জানা যায়নি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গোটা রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া। শুষ্ক আবহাওয়ায় সকাল–সন্ধ্যেয় শীতের অনুভূতি বাড়বে।

আরও পড়ুন: আরও সুরক্ষিত হবে আকাশ! ১০ টি দেশীয় ফাইটার স্কোয়াড্রন তৈরির ঘোষণা ভারতীয় বায়ুসেনার
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না আপাতত। দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন ৪–৬ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বইবে শীতল হাওয়া। সমতলের জেলাগুলিতে সর্বনিন্ম তাপমাত্রা ১৩–১৫ ডিগ্রির মধ্যেই থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এ ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সর্বত্র পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভবনা নেই।












