বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে উত্তুরে হাওয়া। নামছে পারদ। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে ভালোই তাপমাত্রা নেমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও শীতের ভরপুর আমেজ রয়েছে। শীতের দাপট টের পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে আরও খানিকটা তাপমাত্রা নামতে পারে। কতটা পারদ পতন হবে চলতি সপ্তাহে? জেনে নিন আবহাওয়ার খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নামতে পারে রাজ্যে। কলকাতা শহরে এখন ১৫ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তর বলছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩- ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা চলতি সপ্তাহে। অর্থাৎ আরও কিছুটা নামবে পারদ।
কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কোথাও কোথাও ১০ ডিগ্রিতেও নামার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে ঢুকছে রাজ্যে। সেই কারণে তাপমাত্রা এরকম কমছে। হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই। তাই আপাতত এখন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও ভোগাবে শিশির কুয়াশা। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সহ জেলাতেই হালকা-মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে ভোরের দিকে।

আরও পড়ুন: ৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে এই জনপ্রিয় স্টকের দাম! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
চলতি সপ্তাহে উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। সমতলের কোচবিহার, আলিপুর সহ অধিকাংশ জেলাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা প্রায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও কিছুটা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।












