বাংলা হান্ট ডেস্ক: হালকা হালকা ঠান্ডা, শীতের আমেজও বাড়ছিল। তবে এরই মধ্যে ছন্দপতন। ফের তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে শীতের আমেজ কমবে। বাড়বে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে পূবালি বাতাস ঢুকতে শুরু করেছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমি শীতল হাওয়ার দাপট কমছে। সবমিলিয়ে বাড়ছে তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি মতো বাড়ার পূর্বাভাস।
আগামীকাল শহর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস। যেমন তাপমাত্রা বাড়বে, তেমন বাড়বে কুয়াশাও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। কুয়াশার প্রভাব বেশি থাকবে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা, কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। আপাতত শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। শীতের আমেজ কমায় দিনের বেলায় ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উইকেন্ডে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন হবে। ফিরবে শীতের আমেজ।
আরও পড়ুন: ইডির রাডারে মন্ত্রী সুজিত বোসের পরিবার! প্রথমেই জেরা জামাইকে, ব্যাঙ্ক নথি হাজিরা সিজিও কমপ্লেক্সে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বাড়বে। হঠাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শীতের অনুভূতি কিছুটা কমবে আগামী কয়েকদিনে। তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়বে। সপ্তাহের শেষে ফের তাপমাত্রা নামবে উত্তরে। তবে সাময়িক শীতে ভাটা পড়ায় মন খারাপ শীতবিলাসীদের।












