শীত টাটা! ফের দক্ষিণবঙ্গের পড়বে ‘গরম’, আগামী সাতদিন বৃষ্টি কোথায় কোথায়?

Published on:

Published on:

south bengal weather(137)
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের আমেজে ফের কাঁটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে পূবালি বাতাস ঢুকতে শুরু করায় এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমি শীতল হাওয়ার দাপট কমছে। আর বাড়ছে তাপমাত্রা। সোমবার খানিকটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র। ফের কবে বাড়বে শীত? এই আবহাওয়া আর কতদিন? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

হাওয়া অফিস জানাচ্ছে, গোটা সপ্তাহ জুড়ে এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে কিছুটা। ফলত শীতের আমেজ কমবে। সোমবার থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের বেলায় ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। ভোরের দিকে কুয়াশার প্রভাব বেশি দেখা যাবে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

হাওয়া অফিস বলছে, মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা, কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। উইকেন্ডে দক্ষিণবঙ্গে ফের নামতে পারে পারদ। তবে শীত আসতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে বলে অনুমান। চলতি সপ্তাহে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

South Bengal Weather

আরও পড়ুন:DA মামলার রায়দান নিয়ে বড় বার্তা, সরকারি কর্মচারীদের জন্য যা বলল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের অনুভূতি কিছুটা কমবে। তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে চলতি সপ্তাহে। পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে। তবে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে।