শীত ভুলে যান! রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু, আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(165)
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কদিন পরেই ২৫ ডিসেম্বর। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কনকনে শীতের দেখা নেই। বরং ঊর্ধ্বমুখী তাপমাত্রা। কোথায় ঠান্ডা? আর কবে নামবে তাপমাত্রা? উত্তুরে হাওয়া এবং লা নিনার জোড়া ফলায় চলতি বছরে শীতের ইনিংস লম্বা হওয়ার যে পূর্বাভাস ছিল তা তো রীতিমতো হাওয়া। সবমিলিয়ে হতাশ শহরের শীতপ্রেমীরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস বলছে শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে।

এদিকে ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তাপ বাড়ছে দক্ষিণবঙ্গে। আপাতত কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

উপকূলের জেলাগুলিতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে। অর্থাৎ বড়দিনেও জাঁকিয়ে শীত নয়। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই কোথাও। কোথাও বৃষ্টিও হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: ১৬০০ পদ বাতিলের যুক্তি কী? সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে। আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে ৯-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ডিসেম্বরের শেষে পড়বে তাপমাত্রার পারদ। সকালে ও রাতের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কিছুটা নেমে যেতে পারে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।