শীতের মধ্যেই ফের ঝেঁপে বৃষ্টি রাজ্যে! কোন কোন জেলা ভিজবে? আগাম পূর্বাভাস জেনে নিন

Published on:

Published on:

south bengal weather(140)
Follow

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। এর জেরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। যা আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এসবের জেরে রাজ্যে আবহাওয়ার কিরম পরিবর্তন হবে? জেনে নিন।

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা | South Bengal Weather

শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বা তার চেয়ে বেশি থাকার পূর্বাভাস। এদিকে সাগরে নিম্নচাপ থাকলেও আপাতত কোনও রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের সব জেলায় শুক্রবার পর্যন্ত রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে চার দিন আর তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে শীতের আমেজ কিছুটা কমই থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। শহর কলকাতাতেও কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই মহানগরেও। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

সপ্তাহান্তে ফের শীতের আমেজ বাড়বে রাজ্যে। শুক্রবার অবধি তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপটও বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। অধিকাংশ জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে।

South Bengal Weather

আরও পড়ুন: নজিরবিহীন সংঘাত! এবার CV বোসের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের কল্যাণের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

শীতের মধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে সব জায়গাও বৃষ্টি হবে না। শুধুমাত্র দার্জিলিঙেই বৃষ্টির পূর্বাভাস। বাকি সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে শুক্রবার অবধি। শনিবার থেকে ফের তাপমাত্রা নামবে।