ডিসেম্বরে এসেও ‘খারাপ খবর’ শোনালো হাওয়া অফিস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জানুন

Published on:

Published on:

south bengal weather(135)
Follow

বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা নামছে আর উঠছে। আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে। ডিসেম্বরে এসেও হাড় কাঁপুনে শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই। তবে তারপর বাড়বে শীতের দাপট। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে কতটা নামবে তাপমাত্রা? সম্পূর্ণ আপডেট দেখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। তারপর ফের বাড়বে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে কিছুটা পারদ চড়তে পারে। অর্থাৎ তাপমাত্রার ওঠা-পড়া লেগেই থাকবে চলতি সপ্তাহে।

এদিকে ভোগাচ্ছে কুয়াশা। কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। মূলত খুব সকালে ও রাতের দিকে দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে অধিক কুয়াশার সম্ভাবনা।

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হরিয়ানার উপর। এর কারণেই তাপমাত্রা বাড়ছে। তবে বেশিদিন আর এই চিত্র থাকবে না। ডিসেম্বরে যে জাঁকিয়ে শীত পড়বে তেমনটাই অনুমান। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীতের দাপট আরও বাড়বে। আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও।

South Bengal Weather

আরও পড়ুন: এবার পেনশনভোগীরা পাবেন স্বস্তি! বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র, মিলবে এই বিশেষ সুবিধা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আপাতত বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে উত্তরে। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। পাহাড়ি দার্জিলিং, কালিম্পং এ তাপমাত্রা ৫-৬ ডিগ্রির কাছাকাছি নেমেছে। আগামী
৪৮ ঘণ্টায় অবশ্য তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না। তারপর থেকে তাপমাত্রা আরও নামতে পারে।