বাংলা হান্ট ডেস্ক: পৌষ মাস এসে গেলেও শীতের দেখা নেই। মূলত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এমন চিত্র দেখে হতাশ শীতপ্রেমীরা। ডিসেম্বরের শুরু থেকে শীত ঝোড়ো ব্যাটিং শুরু করলেও শেষে এসে সেই দাপট উধাও। গত কয়েকদিনে অনেকটা তাপমাত্রা বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর কতদিন এই ট্রেন্ড চলবে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৫-৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। চলতি সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। কেন এই উলোটপুরান? হাওয়া অফিস জানাচ্ছে শীতের পথে কাঁটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই শীতের এই হাল।
হাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে। ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে সমানে। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে, আর বাড়ছে তাপমাত্রা।
কিরম থাকবে তাপমাত্রা?
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত শহর কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এছাড়া উপকূলের জেলাগুলিতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সামান্য কুয়াশা দেখা যাবে সকালের দিকে।

আরও পড়ুন: ছাব্বিশের আগে বাংলাকে ৩২০০ কোটি টাকার প্রকল্প উপহার, আগামীকালই বঙ্গ সফরে মোদী
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রা সামান্য বেড়েছে গত কয়েকদিনে। উত্তরে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। আপাতত উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে ৯-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫-৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করবে।












