বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহান্তে কিছুটা নামল তাপমাত্রা। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়ল শীতের আমেজ। তাহলে কি বড়দিনের আগে জাঁকিয়ে শীত? আশায় শীতপ্রেমীরা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী চারদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরে অবশ্য তাপমাত্রা নামবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
ডিসেম্বরের শেষের দিকে এসে রাজ্যে শীতের আমেজ ফের বাড়লেও জাঁকিয়ে শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দু’ডিগ্রি কমবে তাপমাত্রা। ফলত বড়দিনেও ফ্যান চালাতে হবে, সেটা আর হচ্ছে না। কিছুটা বেশি ঠান্ডা অনুভূত হতে পারে।
যদিও আবহাওয়া দপ্তর বলছে, বড়দিনের আগে পারদ পতন হলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই সেভাবে। হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পড়তে নতুন বছরের জানুয়ারি হয়ে যাবে। আবহাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে।

ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দক্ষিণবঙ্গে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। এদিকে আপাতত কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে কিছু কিছু জেলায়।
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সর্বত্র হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। আপাতত কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: সব আশায় জল! কেন DA মামলার রায় এ বছর বেরোল না? কবে বেরোবে? বড় আপডেট সামনে
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভরপুর শীতের আমেজ রয়েছে। শনিবার কিছুটা তাপমাত্রা নেমেছে আরও। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে উত্তরের জেলাগুলিতে। সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।












