মারকাটারি শীত! দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে নতুন ‘খেলা’ খেলবে আবহাওয়া, বড় আপডেট হাওয়া অফিসের

Published on:

Published on:

south bengal weather(170)
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) নিম্নমুখী তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের কাঁপুনি। বড়দিনের আগেই মেজাজ বদলেছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর বলছে, ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে পারে ১৪ ডিগ্রিতে। দোসর হবে ঘন কুয়াশা। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, আপাতত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩-২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। বুধবার থেকে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ২৬ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।

আপাতত পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘোরাঘুরি করবে সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনের আগে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আরও। কিছু জেলায় ২ থেকে ৩ ডিগ্রি রাতের পারদ পতন হতে পারে। অর্থাৎ বড়দিন থেকে নিউইয়ার পর্যন্ত ভালই শীতের আমেজ থাকবে রাজ্যে।

south bengal weather(158)

এদিকে তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশা। আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেলা বাড়লেও কোথাও কোথাও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। অধিক কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা ৫০ মিটারেরও নীচে নেমে যেতে পারে একাধিক জেলায়।

আরও পড়ুন: বাংলাদেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত! অরাজকতার জন্য ইউনূসকে দায়ী করে গর্জে উঠলেন হাসিনা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আপাতত চলতি সপ্তাহে খুব বেশি পারদপতনের সম্ভাবনা নেই বললেই চলে। বছরের শেষ থেকে ফের তাপমাত্রা নামবে। বর্তমানে পাহাড়ি দার্জিলিং, কালিম্পং-এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীতের দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।