ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বাংলায় কোন কোন জেলায় প্রভাব পড়বে? আগামী সাতদিনের আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের তাপমাত্রা নামতে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সেভাবে শীতের আমেজ নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর বলছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অনেকটাই কমবে চলতি মাসের শেষে। তবে আপাতত আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গে। (South Bengal Weather)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

নভেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও তারপর রীতিমতো উধাও। গত কয়েকদিনে শীতের আমেজ কমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হতে পারে। এই জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপরে কতটা পড়বে সে সম্পর্কে এখনও আপডেট মেলেনি আলিপুর আবহাওয়া দফতরের। তবে এর প্রভাবে শীতের আগমনেও বাধা পড়ছে।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা আরও কিছুটা নেমেছে। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে এখনই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। ডিসেম্বরের শুরুতে শীতের দেখা মিললে পারে।

South Bengal Weather

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! রাজ্যের কোষাগারে জমা হল ১০২১ কোটি, স্বস্তিতে বাংলা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের তাপমাত্রা নেমেছে গত দু’দিনে। উত্তরবঙ্গের দার্জিলিঙের কিছু জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা বৃষ্টি হতে পারে মাত্র। বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। কুয়াশার দাপট বাড়বে। উপরের দিকের জেলাগুলিতে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে।