রেডি রাখুন মোটা কম্বল! কলকাতা সহ দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা: আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(145)
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতপ্রেমীদের সুখবর দিয়ে বাড়ছে শীতের আমেজ। সোমবারই কলকাতার রাতের পারদ ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather)। তবে জাঁকিয়ে শীতের জন্যে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। আগামীকাল রাজ্যের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন আগাম পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, আগামী ৩-৪দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ শীতের আমেজ বাড়বে সর্বত্র। তবে হাড় কাঁপানি শীতের জন্যে অপেক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ অবধি। ওদিকে পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সোলসিয়াসের ঘরে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করবে। অধিকাংশ জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। তবে বেলা বাড়তে কুয়াশার চাদর সরে গিয়ে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। সপ্তাহান্তে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে।

south bengal weather(139)

আরও পড়ুন: পারিবারিক পেনশন নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের, কেন্দ্রের জয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টি হবে না কোথাও। গত কয়েকদিনে ফের তাপমাত্রা নেমেছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে। তবে পাহাড়ি এলাকার পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে সমতলেও। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার জন্য সতর্কতা।