শীত ভুলে যান! জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, রবি থেকে টানা ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কবে কমবে দুর্যোগ?

Published on:

Published on:

south bengal weather(112)

বাংলা হান্ট ডেস্ক: শীত আসার নাম নেই, এদিকে বর্ষা বিদায়ের পর ফের এল বৃষ্টি। রবিবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। চলতে পারে টানা সাতদিন। আবহাওয়া দপ্তর বলছে, ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হল গভীর নিম্নচাপ। আর সেই নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় মন্থার। এর প্রভাবেই ভাসবে বাংলা! কোথায় কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রইল।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, সোমবার তৈরি ঘূর্ণিঝড়। যা সেটা অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে। এদিনই সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এরপর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মূলত বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না কোথাও।

south bengal weather(104)

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দোসর হবে বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় সতর্কতা জারি রয়েছে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে।

south bengal weather(103)

বৃহস্পতিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। এই সমস্ত জেলাতেও সতর্কতা জারি থাকছে। এই সময়ে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে থাকবে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

রবিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের আট জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।