বাংলা হান্ট ডেস্ক: আজই দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার অভিমুখ থাকবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় মন্থার। এর ফলে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বৃষ্টি হবে উত্তরেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম-বেশি। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে আরও।
বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

আরও পড়ুন: একহাট লোকের মাঝে মেজাজ হারিয়ে চিৎকার যিশুর! ‘খাদান’ তারকাকে ‘অহংকারী’ তকমা নেটপাড়ার
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ রবিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। সোমবার থেকে বুধবার অবধি সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের পূর্বাভাস।













