কম্বল তুলে রাখুন! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা: আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্ষণে ক্ষণে আবহাওয়ার মুড সুইং। দিনে রোদ আবার রাতে করছে শীত। তবে গত কয়েকদিনে অনেকটাই তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমীরা। তবে আবহাওয়া দপ্তর বলছে, শীতের পথে ফের কাঁটা হচ্ছে ঘূর্ণিঝড়! ফলত এখনই জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে।

এক নজরে উত্তরের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে জাঁকিয়ে শীতের জন্যে আরও কিছুদিনের অপেক্ষা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অতি নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ২৪ ঘণ্টায়। তবে দু’দিন পর থেকে তাপমাত্রা বাড়বে ফের। অধিকাংশ জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। তবে বেলা বাড়তে কুয়াশা কাটিয়ে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। সপ্তাহান্তে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে।

south bengal weather(145)

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত শীত একটু দূরে। বা ডিসেম্বরের শুরুতেই উত্তর–পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে রাজ্যে। হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ জমবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: যুগোপযোগী ব্যবসায়িক আইডিয়া! মাত্র ১০ মাসেই ১০.৫ কোটির কোম্পানি দাঁড় করালেন রিতেশ-কাজল

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাতে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এই মুহূর্তে। সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে কিছুটা।