রাত পোহালেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গ নিয়ে ফের ‘খারাপ খবর’, আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(146)
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) নামছে তাপমাত্রা। তবে নভেম্বরের একদম শেষে এসেও সেই ঠান্ডার দাপট নেই। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও আগামী কয়েক দিন রাতের পারদ আরও চড়বে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় অন্যদিকে রয়েছে জোড়া নিম্নচাপও। আবহাওয়া দপ্তর বলছে, এর জেরে রাজ্যের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা নামার পূর্বাভাস নেই চলতি সপ্তাহে। উল্টে বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।

South Bengal Weather

সপ্তাহান্তে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তারপর পরবর্তী চার দিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুষ্ক আবহাওয়া (Weather Update) বজায় থাকবে। কোথাও কোথাও আকাশ হালকা মেঘলা থাকলেও বৃষ্টি হবে না।

south bengal weather(142)

কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা অধিকার ভোগাবে। তবে আপাতত কুয়াশা সংক্রান্ত কোনও সতর্কতা জারি নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান হাওয়া অফিসের।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারই শেষ নয়! তারপরেও সরাসরি মিলছে রাজ্য সরকারের এই ভাতা, জেনে নিন

south bengal weather(139)

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে শীতের আমি রয়েছে। আবার দিনের বেলা রোদেরও দেখা মিলছে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত বৃষ্টি হবে না কোথাও। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা ভোগাবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।