বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মন্থা’ পরোক্ষ প্রভাবে সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চলতি সপ্তাহে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কতদিন চলবে দুর্যোগ? কোথায় কোথায় ভারী বৃষ্টি? আগাম আপডেট জেনে নিন।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার অবধি | South Bengal Weather
বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এক-দু’জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায়।
এছাড়াও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে। ২ তারিখ থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এক দু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে।

আরও পড়ুন: আদালতে স্বস্তিতে বিরোধী দলনেতা! শুভেন্দু অধিকারী বনাম বীরবাহা হাঁসদার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
বৃহস্পতিবার মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি বৃষ্টি চলবে। শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদহতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত জেলাতেই সতর্কতা জারি হয়েছে।













