বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের জেরে ফের বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শনিবার পর্যন্ত ঝড়-জলের সম্ভাবনা। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বুধে অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই সব জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে শনিবার অবধি।
বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। এরপর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তারপর থেকে বৃষ্টির দাপট কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়েই। এদিকে এই সময়ে সমুদ্র উত্তাল থাকতে পারে। সেই কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস তরফে।
আরও পড়ুন: ‘কেন্দ্রের নিয়মই মানতে হবে’, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত না হলেও অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গী হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।